Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

How to get the key service
 
১. সম্পূর্ণ নতুন আবেদনের ক্ষেত্রে ২ ‍সেট আবেদনপত্র পূরণ করতে হবে । এক্ষেত্রে ২ কপি পাসপোর্ট সাইজ ‍সদ্যতোলা ছবি আবেদনের সাথে আঠা দিয়ে লাগাতে হবে । ছবি আঠা দিয়ে লাগানোর পর তার সত্যায়িত করতে হবে এবং আবেদনপত্রের শেষ পৃষ্ঠায় সত্যায়নকারীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে । সাথে ২ কপি জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ এবং নাগরিক সনদের ‍সত্যায়িত কপি ‍সংযুক্ত করতে হবে । তবে সরকারি চাকুরীজীবিদের ক্ষেত্রে ১ সেট আবেদনপত্র পূরণ করতে হবে ।
২. যাদের আগের হাতে লেখা পাসপোর্ট আছে এবং ময়াদোত্তীর্ণ হয়নি তাদের ক্ষেত্রে ১ সেট আবেদনপত্র পূরন করতে হবে ।
৩. যাদের MRP (Machine Readable Passport) আছে  তাদের ক্ষেত্রেও ১ সেট আবেদনপত্র পূরন করতে হবে ।
৪. যাদের কোন তথ্যের পরিবর্তন করতে হবে, তাদেরকে উক্ত পরিবর্তনের ‍স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে ।
৫. MRP পাসপোর্ট হারিয়ে গেলে থানায় GD করে ঐ কপি নিয়ে আবেদন করতে হবে ।
৬. ৩৪৫০/- টাকাই ‍ ১৫ কর্মদিবসে (সাধারণ সেবা) পাসপোর্ট প্রদান করা হয় (পুলিশ রিপোর্ট প্রাপ্তি ‍সাপেক্ষে) ।
৭. ৬৯০০/- টাকাই ১০ কর্মদিবসে (জরুরী সেবা) পাসপোর্ট প্রদান করা হয় (পুলিশ রিপোর্ট প্রাপ্তি ‍সাপেক্ষে) ।